বই পড়েছি অনেক পাতা
জীবন খাতায় লিখছি কত
বেশী করাতো নিজের তরে
ভালো থাকার তরে কত?


নিজের তরে ভাবছি কত
পরিজনের কথা ভাবছি কি
কিসে সবার মঙ্গল হবে
তেমনতর করছি কি?


পরিবার-পরিবেশই জীবন ভিত
তাকে পোক্ত রাখাই আসল কথা
এরই মাঝে লুকিয়ে থাকে
উন্নত হবার মোদ্দা কথা।


তাইতো গুরুজন বলেন সদাই
যা নারে তুই সবার কাছে
শোননা ওদের মনের ব্যথা
বলনা কথা সোহাগ ভরে।