চন্দ্র- পৃথিবীর চারিদিকে ঘোরে,
এমনি করে সকল উপগ্রহ
তাদের গ্রহের চারিদিকে ঘোরে;
আবার সকল গ্রহই তাদের উপগ্রহদেরকে সাথে নিয়ে
সূর্যের চারিদিকে ঘোরে,
সূর্য আবার তার পরিবারের সকল সদস্য কে নিয়ে
হয়তো আরও বড় জ্যোতিষ্ককে কেন্দ্র করে ঘোরে,
কেউ থেমে নেই,
অনন্ত অনন্ত তারা-নক্ষত্র
তাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে এমনি ভাবে ঘোরে,
কিন্তু কোথাও ধাক্কা-ধাক্কি নেই,
আছে শৃঙ্খলিত চলন,
আছে সাম্য, আছে শান্তি।