ধীরে চল-
আনলক ওয়ান ফেজে ধীরে চল-
কাজতো করতেই হবে জীবনের জন্য
কিন্তু জীবনকে হেলা করে নয়;
দীর্ঘ আড়াই মাস পর, অনেক কিছুই ঢিলে ঢ্যালা
হঠাৎ করে চঞ্চলতা সইতে নাও পারে
তাই একটু  ধীরে চল।


A,B,C,D এই চার শ্রেণীর কর্মী-
যে কোন অফিস, আদালত, শিল্পে
A,B,D ছাড়া চলবে না কোন কাজ,
C এর সংখ্যাই অধিক -
তারা যদি করে অল্টারনেট, কিংবা হোম স্টে ওয়ার্ক,
মেইন্টেইন করে সোসিয়াল ডিস্টেন্সিং এবং
আদার ফ্যাক্টরস অফ প্রটেকশন,
তাহলে জীবনও বাঁচে,
মাথা হেট করতে হয়না করোনার কাছে।


শিক্ষা নয়, শিল্প নয়, রাজনীতি নয়
নীতির দাঁড়া হোক মানুষের জীবন;
জীবনকে ভালোবেসে যারা করে কাজ,
মানুষ তাঁদেরই হাত ধরে থাকে।
ঈশ্বর জীবনের সৃষ্টি কর্তা
প্রকৃতি মায়ের মত লালন করে তাকে
জীবনের স্বার্থে যারা সন্ধিৎসু,
ঈশ্বরের আশীর্বাদ তাঁদেরই মাথে।


হীরক রাজা! সংকীর্ণ স্বার্থী যদি হয় নীতি,
রাজ্য কিংবা সম্পদ লোভে যদি
সাধারণ মানুষকে কর কঙ্কালসার-
স্থির থাক তুমি, কখন কোন আবেগী ঝঞ্ঝা এসে,
মূহুর্তেই তোমায় করবে খান খান।
নীতি দ্রষ্টা চিত্রকরের চিত্র আবার চিত্রিত না করে
তাঁকে সম্মান দিয়ে, মানবতাবাদী হয়ে,
হও ঈশ্বরের কৃপা ধন্য। তুমি সব পার।