মাকে দেখে খেলা ছেড়ে দৌড়ে আসে মায়ের কাছে
মা ও ছেলের হাতটি ধরে চলে পদ্মা নদীর ঘাটে।
খেলার ছলে হেসে খেলে স্নানের পর্ব সেরে পরে
ধোয়া কাপড় পড়ে এবার মায়ের হাতে সাজে।
ছেলে মায়ের এমন লীলা, সবে অবাক হয়ে দেখে
দুষ্টু ছেলের মায়ের কাছে এমন শান্ত স্বভাব দেখে।
ধন্যি মায়ের ধন্যি ছেলে, সবে লক্ষ্মী ছেলে বলে
ঘরে ঘরে এমন হলে সব লেঠা যেত চুটে।
ছেলে যদি খেলা নিয়ে মত্ত হয়ে থাকে,
মায়ের ডাকে সাড়া দিয়ে আসে না ছুটে ধেয়ে,
জোড় করে মা তুলতে গেলে দেয় কান্না জুড়ে,
মা তখনি হার মেনে যায় লক্ষ্মীছাড়া বলে।
সবার মা-ই স্নেহময়ী, রক্ষা করাই তার স্বভাব
মা-মুখী হলে পরেই ঘুচে তাহার সকল অভাব।