বহুদিন বাদে দেখিতেছি আজ


দূর – বহুদূরের  স্বচ্ছ নীলাকাশ


নেই কোন স্থির কিংবা ভাসমান মেঘ-


সূর্য-কিরন সোজা এসে পড়ে দখিন-বারান্দায়


শীতের যত সঙ্কোচন  ধীরে ধীরে শ্লথ হয়ে যায়,


দেহ পায় মুক্তির প্রসারণ।


          ২৫/১২/২০ ইং