ঈশ্বর, তাঁকে দেখেছে, কেউ বলেনি কিছু, কিন্তু আছে
অঙ্ক যেমন যায় না দেখা, কিন্তু আছে, ঘটে ঘটে।
গনক, বিজ্ঞানী অংকেরে লয়ে করে সর্বক্ষণ খেলা
অঙ্কেরে অস্ত্র করি, ভেদ করে, প্রকৃতির যত লীলা।
অঙ্ক বুঝিতে আনুগত্য চাই অঙ্ক-বিজ্ঞজনে
অঙ্কের অস্তিত্ব উপলব্ধ হয় চিদানু হতে ব্রহ্মান্ডে।
অঙ্ক স্থলে, অঙ্ক জলে, অঙ্ক সকল অস্তিত্বে, মহাব্যোমে
জগত-ময় কেবল অঙ্ক, কিন্তু যায় না দ্যাখা চোখে।
ঈশ্বর অস্তিত্ব স্বরূপ, বিকাশ স্বরূপ, প্রেম স্বরূপ, দয়া স্বরূপ
যে ব্যক্তিত্বে তা’ পূর্ণ বিকশিত, তিনিই ঈশ্বরের জীবন্ত রূপ।
জীবন্ত ঈশ্বরে বিরাজ করে- সকল জীবে মমত্ব বোধ
তাঁর অনুসরণে হয় সমাধান, ঘুচে যায় সকল বিরোধ।