পরম পিতার সন্তান মোরা
তাঁকে শিরে বয়ে চলি
তিনি যখন সারথী মোর
আর কি ডরে মরি?


সৃষ্টিতত্ত্ব তাঁর করায়ত্ত
সৃজন-গতি তাঁর ইশারায়
জড়, জীবাণু মায় মানুষে
ডরানো কি আর শোভা পায়?


সকল কারণের কারণ তিনি
যায় না দেখা তাঁরে
বিমূর্ত যখন রক্ত-মাংসে
তখনই সকলে দ্যাখে।


মনুষ্য রূপে জন্ম লয়ে
থাকে সাধারণ ভাবে
তাইতো মোরা ভ্রম করি
অনুরাগীরা কেবল বোঝে।


তাঁর চলন- অতি-সাধারণ
কিন্তু জীবন্মুখী
সকল বিরোধ, দূর ক’রে চলে
হয়ে অন্তর্মুখী।


ভক্তের প্রভাবে, ঘাত-সংঘাতে
আসল-নকল পড়ে চোখে
আসল লয়ে চলে যারা
জীবন যুদ্ধ, ক্রমে জয় করে।


তাঁর কাছে যে সবাই আপন
কিন্তু ঠুঁটো জগন্নাথ
তাঁর রথের দড়ি যারাই টানে
পায় তারাই নিস্তার।


তাই, নাই নাই ভয়
নয় আর উদাসীন
জীবন-তরী ঘাটে বাঁধা
হও তাতে সমাসীন।