রাজনীতি নয় রাজার নীতি,  এ যে নীতির রাজা-
পালন, পোষণ, পূরণ-ই লক্ষ – তাইতো এটি খাসা।
জীবনের একটিই লক্ষ,  বেঁচে থেকে বেড়ে ওঠা
রাজনীতিও সেই লক্ষে,  জীবনকে সহায় করা।
এই নীতিরই ধারক-বাহক,  রাজা কিংবা নেতা
জনগণের সেবার লক্ষে,  করে সকল সামাধা।
জীবন্ত-আদর্শে নীত হ’য়ে,  হয় তারা পরিণত
আদর্শকে মাথায় রেখে,  নেয় সকল সিদ্ধান্ত।
আদর্শ যখন অখণ্ড ব্যক্তিত্ব,  সকলকে করে ধারণ
তাঁর নীতি-বিধি, প্র য়োগ-কৌশল, তেমনি হয় সহজ।
আদর্শে আনতি,  পিতামাতায় ভক্তি,
ঐতিহ্য-কৃষ্টিকে সম্মান,  জনগণে দরদী-ভাব-
এ সকলই- সহজ ভাবে, রয় চরিত্রে যার
গন-সমর্থন পেলে তারা, সকলের হয় উপকার।
যোগ্য নেতার আশ্রয়ে হয়, সকলের আত্ম-বিকাশ
সঙ্গতিপূর্ণ পরস্পর সেবা- চলন্ত করে ক্রমবিকাশ।
আপন স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে, যখন প্রতি ব্যষ্টি হয় উন্নত
সকল তন্ত্রই সার্থক হয়,  প্রতিষ্ঠা পায় রামরাজ্য।