তুমি নিত্য রহ সাথে সাথে
কখনও বা আসে অনুভবে
স্থিরচিত্ত যবে  
তব অনুরাগে।


চির-সুন্দর পূর্ণেন্দুকে কে দেখেছে হায়
আন্দোলিত নীরে?
স্থির, অচঞ্চল, নিস্পন্দিত নীরে
আপনি ভাসিয়া ওঠে।


তুমি আছো কিংবা নাই
কে বলিতে পারে স্থির হয়ে
নিত্য অনুভবের নাই যে কোন ঠাঁই
সদা চঞ্চল চিতে।