ভালবাসা সহজাত, সবাতেই বর্তমান
ভালোর জন্য করে করে হয়, ভালবাসার উদ্ভাস।
ভালবাসা আত্মিক সম্পদ, সকলে রে করে আকর্ষণ
ভালবাসার আবেশে হয়, ভালবাসার উন্মোচন।
ভালবাসার অভাব যেথায়, তাদের ভাল করা
পাষাণ, হিংস্র যে যেমনি হোক, এ ফাঁদে পরে ধরা।
ভাল করা যায়না বৃথা, হয় আত্মিক উপার্জন
এইতো উপায় কেবল, ভালবাসা পাওয়ার।
বিশ্ব-বন্দিত যাঁরা, সকলেই দিয়েছে নিঃশর্ত ভালবাসা
সহ্য ধৈর্য ধরে, পেয়েছে তাঁরা সকলের ভালবাসা।
ভালবাসা স্বর্গীয়, ভালবাসা সুখদ, ভালবাসা ই জীবনের প্রাণ
যাকে ভালবাসতে হবে, তার ভালতে বাস করাই ভালবাসা নাম।
মাতা-পিতা-ইষ্টে সেবা, ভালবাসা অর্জনের সহজ পথ
ভালবাসাই জয় করে আপন-পর সকল অন্তর।