"দিন বদলের স্বপ্ন"


রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ১৪/১১/২০২০


দিন বদলের সতত স্বপন - দেখেন যেজন সেই রতন
নিমগ্ন দারিদ্র্যের সায়রে,
শীধু সায়রে করে অবগাহন - দিন বদলে নাহি করে যতন
প্রমোদতরী বায় নন্দবিহারে।


আলো ছায়া রজনীর তমসায় - শিকারী শিকারের পিছু ধাওয়ায়
বন্ধুর উর্বী তলে,
তমসাছন্নরা পথের দিশা পায় - শিখা অনির্বাণের নিরেট নিশানায়
আয়ত্তি দ্বীপ জ্বলে।


আকিঁচন তরণী ভেসে ভেসে - তরঙ্গের আঘাতে কূলে ঘেঁষে
খোঁজে মণিকাঞ্চন দ্বীপ,
পরশ মণি দারিদ্র্যের পরশে - বাণ হস্তে ভীম বেশে
খুঁজেপায় আলাদীনের প্রদীপ।


রূজি অর্জনে দারিদ্র্য মর্মন্তুদভার - সৃজে কষ্ট অরুন্তুদ আর
মর্মবেদনা চিত্ত মাঝার,
মনন মগজ তীক্ষ্ণ ক্ষুরধার - ঘাত প্রতিঘাতে অম্লান হাতিয়ার
লংঘিতে দ্বিধাহীন কালোপাহাড়।


সুখের ক্রোড়ে যেজন লালিত - বলদ বনে সেজন পালিত
গজায় গলদ সর্বখানে,
দীনহীনের কারণে অন্তর আহত - জ্বালার জ্বলনে ক্ষত বিক্ষত
ফোণাছেড়ে ছোবল হানে।


দারিদ্র্যের অতি ক্রুদ্ধ তেজে - প্রগতির শকট বাণ বেগে
পদদলিত করে অন্তরায়,
অন্তরের অগ্নি জ্বালা নেভে - সুখের শিখা অনির্বাণ দেখে
সাফল্য শৈলশিখরে ধায়।


দারিদ্র্য এযে পরম সম্বল - দহনে দ্রোহে হয়েছি উজ্জ্বল,
দিন বদলের পতাকাতলে,
কালবৈশাখীর মতো ঘূর্ণি বল - বন্ধুর পথ করে সমতল
জ্বালি শিখাঅনির্বাণ জননীরকোলে।