কে বুঝিবে মোরে
এ বিশ্ব সংসারে
থাকি বহুদূরে,
নিবারিতে মোরে
কেহ নাহি পারে
ঘুরি দ্বারে দ্বারে।


কুকর্ম বিশেষে
সকলেই দুষে
ঠাঁই নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে,
কে আসে
দোষ নাশে
এই সব কাণ্ডে?


ঠাঁই নাই
কূল নাই
ত্রাহি ত্রাহি রব ওঠে,
থামো থামো
যেও নাকো
আছে এক উপায় বটে।


মিথ্যা পাপ
হবেনা মাপ
হয়েছো তুমি অভিযুক্ত,
ন‍্যায় এর কাছ
এ হেন কাজ
কিভাবে হবে মুক্ত?


অন্যায় অধর্ম
এ হলো পাপ কর্ম
কে করিবে নাশ এ বিশ্ব মাঝ?
আছে এক শক্তি
তাতে দাও ভক্তি
'ক্ষমা; হলো সেই কাজ?



রচনা-28/09/2021