বনভূমির উৎপাটন
অক্সিজেনের অনটন
ক্ষমতার আস্ফালন
বোমার বিষ্ফোরন
এ  কী  সভ্যতার লক্ষন ?
উড়ছে ধোঁয়া কালো
আকাশ তুমি  ভালো  ?


কাঠছে  জঙ্গল বন
কমছে  বাষ্পমোচন
কমছে  বৃষ্টি ঝরা
দেখা দিচ্ছে খরা
এতো প্রানী জগতের মরা ?
বাতাসে বাষ্প কোথায় গেলো ?
আকাশ তুমি ভালো ?


অতিবৃষ্টি অনাবৃষ্টি
লয় হচ্ছে সৃষ্টি
অনাহারে মরছে
ঘরবাড়ি ভাসছে
ইট ভাটা চুল্লীর আলো
উড়ছে ধোঁয়া কালো
আকাশ তুমি ভালো ?


বায়ুমণ্ডলের উষ্ণায়ন
হচ্ছে ওজন স্তরের ক্ষরন
ভূ পৃষ্টে বেগূনি রশ্মীর পতন
এ তো প্রানীজগতের মরণ
মানুষ তুমি ভালো  ?
রোগ ব্যাধী দুরারোগ্য হলো
আকাশ তুমি ভালো ?


হিমবাহ গলছে
সমুদ্রের জল  বাড়ছে
ঘন ঘন বজ্রপাত
মানুষ জন যাচ্ছে নিপাত
রেল অটো  বাসের আলো
উড়ছে ধোঁয়া কালো
আকাশ  তুমি ভালো  ?


অধিক  ফলনের  আশে
রাসায়নিক স্যার তেল চাষে
উপকারী জীবের মরণ
ভারসাম্য হচ্ছে হরণ
কলকারখানার আলো
উড়ছে ধোঁয়া কালো
আকাশ তুমি  ভালো  ?


মাইকের শব্দ দূষন
বুড়ো বৃদ্ধের অবস্থা চরম
শয্যাসায়ী রোগীর মরণ
শব্দ  দূষনে হচ্ছে নিপীড়ন
বিশ্ব সংসারের  উনুনের আলো
উড়ছে ধোঁয়া  কালো
আকাশ তুমি ভালো  ?


খোলা মাঠে  মল  মূত্র
রোগ ব্যাধির  মূল সূত্র
ঘরের  চার ধারে আবর্জনা
ছাগল গরু মোষের কেচনা
ঘরে শৌচাগার নেই ভালো
দূর্গন্ধে বাতাস হচ্ছে কালো
আকাশ তুমি ভালো  ?



রচনা  - ০৭/০৮/২০১৮



**** সমাপ্ত ****