বিংশ শতাব্দি চলে গেছে
দুনিয়া তাতে কী পেয়েছে?
সাম্রাজ্যবাদ,উগ্রজাতিয়বাদ
এখন ও  কী টিকে আছে?
প্রভুত্ত বিস্তারের আশা
দেশ ছয়ের নেশা
উপনিবেশ ব্যাবসা
এরা ও কী বিদায় নিয়েছে?
ঊনবিংশ বহু মনিষীর জনম দিয়েছে
মনিষী অনেক বুঝিয়েছে
বিংশ শুধু কানে শুনেছে
মনিষীর কথা কী মেনেছে?


ধর্মে গোঁড়ামী জাতিভেদ
ধনি দরিদ্রে ভেদাভেদ
বর্নে বর্নে বিচ্ছেদ
এরাও কী নিপাত গেছে?
নারী পুরুষে ভেদা ভেদ
নারী নিরাপত্তায় পড়েছে ছেদ।
দেশ দেশকে ভালো বাসছে
যুদ্ধের বোমা কেন তৈরি  হচ্ছে?
বিশ্ব যুদ্ধ তো হলো দুবার
কী উপকার  হয়েছে সবার?
হেরে বিশ্বে যা ক্ষতি হয়েছে
জিতে কী  তা পুরন দিয়েছে?
সে কথা সবার আছে জানা
হিরোসিমা নাগাসাকির কী যন্ত্রনা!


অন্নবস্ত্র শিক্ষা বাসস্থান
এর হয়েছে কী সংস্থান?
রোগে রুগী মরছে
এর ব্যাবস্থা কী হয়েছে?
মূলে রয়েছে পরিবেশ দূষন
চড়ছে খুব উষ্ণায়ন!
বন বাঁচান সবুজ বাড়ান
সবুজ হলো মোদের প্রান!
কমাও শহরায়ন শিল্পায়ন
কমে যাবে উষ্ণায়ন!
এখানেও  বিশেষ প্রয়োজন
বিশ্বের সহ অবস্থান।
জঙ্গীবাদ জন্স নিয়েছে
নাশকতায় দুনিয়া ভরে গেছে
এর  মূলে কারা আছে?
দুনিয়া  তা জেনে গেছে!


বিশ্ব সংকীর্নতায় ভুগছে
একটা কমলে অন্যটা চড়ছে!
সংকীর্নতাবাদ হবে শেষ
ছাড়ো স্বার্থ হিংসা দ্বেশ !
এ কথাটা সবার শেষ
মুছে যাবে  সকল ক্লেশ!
একবিংশের বড় সংবাদ
সেহলো মানবতাবাদ,
জিন্দাবাদ!  জিন্দাবাদ!


প্রকাশিত- ১৯/১০/২০১৮


**** সমাপ্ত *****