আমরা মানুষ জাতি
এর চেয়ে নাই বড় খ্যাতি
মানুষ আমরা ভাই ভাই,
জৈন বৌদ্ধ খৃষ্টান
হিন্দু পারশিক মুসলমান
মানষের উপর আর কেহ নাই।
জ্ঞান বিজ্ঞানে আমরা বড়
জাতপাতে হয়নি কেন দড় ?
এটা কি হলো জ্ঞানের পরিচয়?
ওয়াটার জল পানি
একই বস্তু সবাই জানি
তবে হরি আল্লা গড কাকে কয়?


হিন্দু মুসলমান খৃষ্টান
ইংরেজ ভারতীয় আমেরিকান
আমরা সবাই রক্ত মাংসের প্রান,
জাতি ধর্ম নির্বিশেষ
ছাড় দ্বন্দ্ব হিংসা দ্বেষ
কেন করছো শান্তি সম্পদের দর্প-মান?
এতে কিছূ গড়ে না
আনে ধ্বংশ বেদনা
শান্তির বাণী কী মোরা শুনি না?
ঐ দেখো মহম্মদ বুদ্ধ
শ্রীচেতন্য মহাবীর খ্রীষ্ট
তাঁদের শরনে পাই মোরা সান্ত্বনা।


আলো বায়ু জল
উৎপন্ন ফসল ফল
সবই আমাদের একই আহার,
পৃথিবীর মাটিতে বাস
একই ফসলের চাষ
একই বিশ্রাম নিদ্রা স্বাচ্ছন্দ বিহার।
জন্ম মৃত্যু জরা
নারী পুরুষ মোরা
ধরার বুকে চলছে একই ধারা,
হাসি কান্নার খেলা
সুখ দুঃখের মেলা
দীনদুঃখী মুচি মেথর এরা কারা?
বৃথাই মোদের দর্পকরা
হিন্দু মুসলমান খ্রীষ্টান যাঁরা
বল সবাই আমরা ভাই ভাই,
মনুষ্যত্ব মোদের ধর্ম
সেবা হল মোদের কর্ম
আমরা মানুষ পরিচয় একটাই।


     ১৭/১২/২০১৭


     :ঃঃঃঃঃঃঃঃঃঃ সমাপ্ত :ঃঃঃঃঃঃঃ