মুচি মেথর কুমোর ও কামার
এদের ও দেশ প্রেম আছে অপার,
জুতা চামড়া হাঁড়ি কলসী দা কুড়াল
রাজ মিস্ত্রি গড়ছে বাড়ি পাকা দেওয়াল,
সাফল্যে সবাই দিচ্ছে হাত তালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


জগতে আছে যতো বুড়া বৃদ্ধ
শিশু যূবক যূবতিদের করো উদ্বুদ্ধ,
তোমরা নওগো ছোট নও ক্ষীন
'বিন্দু তে সিন্ধু; একথা টা বলে দিন,
সাফল্যে সবাই দিচ্ছে হাততালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


একটি গাছ সতেকটি প্রান
গাছ লাগান গাছ বাঁচান,
বিশুদ্ধ থাকলে ধরার বায়ু
ধরার প্রানী পাবে দীর্ঘ আয়ু,
গাছ না থাকলে সবই খালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


ধরায় থাকবে না উষ্ণায়ন
কমাও শহরায়ন ও শিল্পায়ন,
বন বাঁচান সবুজ বাড়ান
সবুজ হলো মোদের প্রান,
এতে উষ্ণায়ন যাবে চলি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


বেটি বাঁচান বেটি পড়ান
গড়বে উন্নয়ন বাড়বে সম্মান,
সবার উপরে মাতৃ জাতি
প্রনাম জানাই হয়ে নতি,
মোরা মায়ের গর্বে জয়দ্ধনি তুলি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


সভ্য জগতে শিশু চুরি নারী পাচার
এসব কী হলো মানবের আচার ?
নারী তো মোদের মা বোন
ধর্ষন করছে কোন জন ?
পশুত্বে দাও আগুন জ্বালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


চলছে নারী নির্যাতন, প্রতি নিয়ত মদ্যপান
নারী পুরুষ সমান, তবে কেনো তারে কাঁদান ?
মানুষকে ভূতে ধরে কন্যা ভ্রূনকে হত্যা করে,
এতে লাগে বড় লাজ ,একী সভ্য মানুষের কাজ ?
চলো মোরা নারী মুক্তির জয়দ্ধনী তুলি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


লোভ লালসার আশায়
প্রভুত্ব বিস্তারের নেশায়,
দেশ দেশ কে বাসছে না ভালো
অশান্তির বাতাবরনে আকাশ হয়েছে কালো।
লোভ লালসায় দাও বালি মানবিকতা ধরো তুলি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


হিন্দু মুসোলমান খ্রীষ্টান ভারতীয় আমেরিকান
আমরা সবাই রক্ত মাংসের প্রান,
মানবিকতা মোদের ধর্ম,
সেবা হলো মোদের কর্ম,
মানবিকতা ধরো তুলি, জাতি ধর্মে দাও বালি,
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।


বিশ্বের মানুষ মোরা ভাই ভাই
পরিচয় হবে মোদের একটাই,
জাতীয়তা বোধ রাখো পাতায়
মানবিকতা লও মাথায়,
চলো মানবিকতার জয়দ্ধনি তুলি
আড়ালে রেখো না প্রেমেরি ডালি
ধরার বুকে যতো পারো দাও ঢালি।



রচনা - ১৩/১০/২০১৮