আজ রাত
বারো টায়
ঘুমিয়ে ছিলাম বিছানায়,
এক ভেনো
বিড়াল ঢুকলো
ধরল এক বিড়াল ছানায়।


মা বিড়াল
ছিল পাশে
উভয় যে কি লড়াই ঝগড়া!
চেঁচা মেচি
আউরালি
ঘুমে ঘটল ব্যাগড়া।


তাড়া তাড়ি
উঠে পড়ে
হাতে নিলাম লাঠি,
অন্ধকারে
মালুম করে
মারলুম বাড়ি সাঁটি।


বেগার হলো
বিফল গেলো
ভেনো বিড়াল দৌড় দিলো,
মেরে গেলো
বিড়াল ছানায়
জীবনটা মোর আঁৎকিয়ে উঠলো!


মনে প্রশ্ন
জাগলো
এ ঘটনা ঘটলো কিসের তরে?
পরে জানলাম
এমন ঘটনা
আছে বিড়ালের বংশ পরাম্পরে।


মা বিড়ালটি
কেঁদে উঠলো
ম‍্যাও ম‍্যাও ম‍্যাও,
মায়ের আর্তনাদ
শুনা গেল
বাছা আয়! বাছা আয়!


কত আদর
যত্নে
লালন করেছি তোমায়,
না খেয়ে
খাইয়েছি
বাছা কোথায়! বাছা কোথায়!


মায়ের
অন্তরের টান
এক ভাবে বয়,
যত হিংস্র
অহিংস্র জীব
আছে এ ধরায়।



রচনা -01/10/2021