ক্ষেতের কাছে বিকাল বেলা
বসে আছি একেলা
দেখছি আপন নয়নে,
চাষিরা সারা দিন ধরে
সাধে ফসল ফলানোর তরে
খাটছে তারা প্রানপনে ।
রুটি রোজগারের দায়ে
অফিসার শ্রমিক শ্রম দিয়ে
চালাচ্ছে অফিস কল কারখানা,
গরু,মহিশ,পিপড়ে গুলি
খাদ্যের খোজে মুখটি তুলি
চলছে তারা একটানা।


পুকুর নদী খাল বিল
উড়ছে কাক বক চিল
খাদ্যের সন্ধান নিচ্ছে তারা,
শিয়াল,বিড়াল,কুকুর গুলা
না খেয়ে তারা দু বেলা
ঘুরছে হয়ে দিশাহারা ।


আবার দেখি পথের, পরে
যুবক যুবতি ফিস ফিস করে
জোড়ায় জোড়ায় চলছে দুজনা ,
ঘেসে ঘেসে পাশে পাশে
চেয়ে চেয়ে মুচকি হাঁসে
দখলে হবে দু,চোখ কানা ।
চেয়ে দেখি গাছের মাঝে
কপোত কপোতি ডাকে বসে,
বনের মাঝে হরীণ পালে
হরীণ,হরীনি ছুটছে দলে
পেখম দেখে ময়ূরী হাঁসে ।


দেখে বসে ভাবি মনে
এ যা ঘটছে এ ভূবনে
এ ঘটনা নিত্য চির সত্য,
এ হলো বাঁচার পেশা
জীব জগতে প্রেমের নেশা
বাঁচায় জগৎ বাঁচে জীব রাজত্ব ।



*****সমাপ্ত******