জনকঋষি দুহিতা সীতাসতী জগৎজননী
দৌহিত্র লব ও কুশ এরা
দুজন ধনুর্বিদ্যায় নিপুণ,
রাম লক্ষণ ভরত-শত্রুঘ্ন সেনাসহ ,
পরাজিত বাল্মিকী বন
এমন ছিল লব কুশের ধনুর্গুন।
অযোধ্যার সিংহাসনে রাম সীতা
একাসনে লব কুশ গাইলেন
সভামাঝে রামায়ন গান,
রামায়ন গানে রাজসভা মুগ্ধ হলে
মুনি ঋষি প্রজাগণ জয়ধ্বনি দিলো,
দিলো বহু দান।
এমন জনকঋষি পুণ্যবান এ মর্ত্যধাম,
তাঁর পুণ্যে সুখে জীবন যাপন করে
প্রজাগন জপে মুনি ঋষিগণ।
বাংলা সাহিত্যে ঋষি বঙ্কিমচন্দ্র
রচিলেন কপালকুণ্ডলা বৃষবৃক্ষ
রাজসিংহ বঙ্গে করল সুধাবর্ষণ ।


ঋষি বঙ্কিমচন্দ্র পিতা যাদবচন্দ্র জন্মিলেন
কাঁঠাল পাড়া, বি.এ পাশ করে
ডেপুটি মেজিস্ট্রেট হলেন যশোরে।
ভারতবাসী সব ঝেঁপে পড়ল স্বাধীনতা সংগ্রামে,
ঋষি বঙ্কিমচন্দ্র " বন্দেমাতরম "
সঙ্গীতটি রচনা করে।
যুবসমাজকে চেপে রাখা গেল না আর,
তারা বলতে লাগল বেঁচে থাকা বেকার
স্বাধীনতা চাই আমরা,
সমাজের খুঁটিনাটি সকল চিত্র বিন্যাস
তা হলো তাঁর,সকল উপন্যাস,
বিড়াল প্রবন্ধে  অবেহেলিত যারা।
দূর্গেশনন্দিনী - কপালকুণ্ডলা - মৃণালিনী,
বিষবৃক্ষ  - ইন্দিরা - রাধারাণী,
আর আছে আনন্দমঠ সীতারাম,
তাঁর অধ্যাত্মরচনা কৃষ্ণচরিত্র ,
শ্রীমদ্ভগব্গীতা ও ধর্মতত্ত্ব,
রস রচনায় আরো আছে বহুনাম।
"বন্দেমাতরম" আনল জনজাগরণ ,
উপন্যাস সমাজ চিত্র বিন্যাস
বঙ্কিম সাহিত্য হলো সমাজদর্পন,
সাহিত্য পরিষদ দিলো সম্মান ' সাহিত্য সম্রাট '
ঋষি বঙ্কিমচন্দ্র ঋষি জনক তুল্য
এ বঙ্গে করল সুধা বর্ষণ।


                                    ২০/০৮/১৭