হে  ভ্রান্তি
তুমি নও তৃপ্তি
জগত জুড়িয়া আছো বেষ্টি
তুমি বিধাতার অদ্বুত সৃষ্টি ।


তমঃ থেকে তব উৎপত্তি
ভ্রান্তি হলো ভূল
তার নেই নিশানা
নেই ঠিকানা
নেই কোন কূল ।
মানে না কোন কিছুই সত্যি।


ভ্রান্তি বড় নিষ্ঠুর প্রকৃতির,
দেয় না আনন্দ
দেয় নিরানন্দ।
করে শুধু ব্যয়
করে না কোন  আয়।
সে সকল কর্মে টানে ইতি।


পাইলে আভাস লাগে বড় ত্রাস।
সে গড়ে না,ভাঙে
ভাটা আনে গাঙে
করে  না পূর্ন
রাখে শুধু  শূন্য
সে করে সকল কিছুই গ্রাস ।


২৯/০৬/২০১৮


**** সমাপ্ত ****