মানুষ বুদ্ধিতে হয়ে শ্রেষ্ঠ,
অবিরত দিচ্ছে আমায় কষ্ট,
বিলকুল কেটে বন জঙ্গল,
একাই করলো সব দখল।
বনের পশুপাখি করল শেষ,
এতেও কী গেলো হিংসা দ্বেষ?
ইট ভাটা চুল্লি− বোমা,
গাড়ি কলকারখনার ধোঁয়া।
সার বিষ প্রয়োগে অধিক ফলন,
উপকারী জীবের যাচ্ছে জীবন।
বহু কীট পতঙ্গঁ পশুপাখী,
বিশ্বে তারা আছে নাকি?
শহরয়ায়ন ও শিল্পায়ন,
বিশ্বে আনল উষ্ণায়ন।
জলদূষন বায়ুদূষন,
হবে কি পরিবেশ গঠন?
ঘন ঘন নিম্নচাপ,
বাড়ছে শুধু বজ্রপাত।
ওজন স্তর ছিদ্র হয়েছে,
বেগুনি রশ্মি মাটিতে পড়ছে।
হিমবাহ গলছে জলস্ফীতি ঘটছে,
মানুষের হুঁশ কী ফিরছে?
দেশ দেশ কে ভালো বাসছে,
যুদ্ধের বোমা কেন তৈরি হচ্ছে?
হিরোসীমা,নাগাসাকির কী যন্ত্রনা!
সে কথা সবার আছে জানা।
পররাজ্য গ্রাসের লোভ,
মানবিকতায় আনল ক্ষোভ।
বিশ্বে একাধিপত্য বিস্তারে,
মানুষ এনেছে নাকি করোনারে।
এ ধারনা অমুলক নয়,
মুক্ত তদন্তে করছে কেনো ভয়?


কে মেটাবে খামখেয়ালী,
মানুষের এ পাগলামী?
ধরার এ গরল করিতে মোচন,
আসবেন কী নারায়ন?
তোমরা মানুষ, আছে হুঁশ,
বেহুঁশ হইও না,
বেহুঁশ হলে সব হারাবে
কিছুই রবে না।


সমাপ্ত       ২২/০৪/২০২০