নীল আকাশ জুড়ে ,যাচ্ছে  কারা উড়ে ?
'আমরা হলাম পাখি, বনবাদাড়ে থাকি।'
কিচির মিচির করে, সাত সকালের ভোরে,
জাগিয়ে মোদের তুলে,আমাদের কে বলে-
'সকাল হলো, যে যার কাজে চলো ।,
ডেকে বলে শিশু দের  -
'তোমরা না ভবিষ্যত দেশের ?'
বলে -'চাষী ভাইরা,
মাঠে যাও তোমরা।
শ্রমিক দের বলে-
'কল কারখানায় যাও চলে।'
ছাত্রদের বলে  -
'স্কুলে যাও দলে দলে।'
বলে শিক্ষকদের -
'অবহেলা কোরো না দায়িত্ব কর্তব্যের,
বলে মায়েদের -
'যত্ন করে কাজ কর সংসারের।'
'আমরা যখন উড়ি, নীল আকাশ জুড়ি,
কেমন সুন্দর দেখায় বলো দেখি।'
কোকিল ডাকে কুহু কুহু,
এমন মধূর কন্ঠ শুনি নাই কভু।
হাঁস চরে সরোবরে,কী সুন্দর লাগে তারে।
দুটি শালীক ঝগড়া করে;
এমন দৃশ্য পাবে বিশ্ব মাঝারে ?
খালে কাক বক চীল উড়ে
এমন দৃশ্য আছে বিশ্ব জুড়ে ?
ময়ূর যখন পেখম ধরে,
মন কী মোদের থাকে ঘরে  ?
কাকাতুয়,টিয়া,ময়না
এদের  তোমরা হিংসা কোরোনা ।
খাঁচায় পুষো না ,
একে ভালোবাসা কয় না।
বনে পাখী থাকে, সুন্দর কয় তাকে।
মায়ের কোলে থাকে শিশু যখন,
কী সুন্দর দেখায় তখন।
তাল পাতার ডালে, বাবুই বাসায় দোলে।
ভূবন মাঝে এতো সুন্দর কোথায় বলো মিলে ?
দালান বাড়ির পায়রা ,বাকুম,বাকুম গায় তারা।
পাখী বলে - 'বউ কথা কও,শুনেছো কখনো।
চীল,বাজ,কাক মরা পচার  থাক,
এরা না করুক আর,করে  পরিষ্কার।
মাছ  রাঙা পাখী গুলি, পুঠি মাছ লয় তুলি।
সাঁঝ আকাশে পাখী গুলি, গেয়ে যায় কতো বুলি।
কাক,বক,চীল গুলি বাসায় যায় চলি।
চলতে -উড়তে-গাইতে,কত সুন্দর দেখতে ।
ফাঁদ-তীর ছুড়তে মানুষ কেনো  আসে মারতে ?