কৃষিতে অধিক রসায়ন ,
পাচ্ছে বেশি ফলন ,
ঘটছে কী মাটির উন্নয়ন ?
কীটনাশক তেল মারছে ,
উপকারী জীব মরছে ,
হচ্ছে কী ভারসাম্য সাধন ?


বায়ু মণ্ডলের উষ্ণায়ন ,
এ তো জীব জগতের মরন !
এর নেই কী কোন প্রতিকার ?
কলকারখানার ধোয়া ,
গাড়ি , ইট ভাটা বোমা ,
প্রশমনের নেই কী দরকার ?


দীন দুঃখীদের হা - হাক্কার ,
রোগ যন্ত্রণায় চিৎকার ,
যেন বইছে যমের হওয়া ।
না আছে বাসঘর ,
শীতে কাপঁছে থর থর ,
যেন জ্যান্তোয় নরকে যাওয়া ।


শিক্ষা নেই ভিতরে ,
লক্ষ্মী নেই ঘরে ,
সবাই করে ঘৃনা ।
অন্তরে নেই আলো ,
পরে না ভালো ,
চোখ থাকতে হলো কানা ?


কালো টাকার গাড়ি ,
আকাশ ছোঁয়া বাড়ি ,
দেখতে কী পাচ্ছো না ?
ধরার জমা জমি ,
সব নেবে  কিনি ,
তোমার কী নেই জানা ?


ভবের মানুষজন ,
যাক যমের ভবন ,
নিজে খাচ্ছো খাওয়াচ্ছো ,
স্বার্থ পূরনে লাগাচ্ছো ,
এটা কেমন বলে দিন !


শিশুচুরি নারী পাচার ,
জাগরণের এ কী আচার !
ভেবে মোরা পাই নি উপায় ।
দেশের পুঁজিপতি ধনী ,
চালায় এখনও শিশু খাটুনি ,
সরকারের কী নেই কোন দায় ?


মস্তানরাজ  বেড়ে উঠেছে ,
মনুষত্ব অস্ত গেছে ,
নরকে সাধারণের বাস হয়ছে ।
উঠতে বললে উঠেছে ,
বসতে বললে বসছে ,
ন্যায় , ধর্ম , সত্য বিদায় নিয়েছে ।


ধর্মের নামে আড়ম্বর বাড়ছে ,
আলোক সজ্জা প্যান্ডেলে সাজছে ,
এ সব কাণ্ডে দেবদেবী দিচ্ছে হাততালি ।
মাইকের শব্দের শ্রাবনে ,
বাজির বায়ুর ভূষনে
রোগী বৃদ্ধ স্বর্গে যাচ্ছে হরি আল্লা বলি ।


মা বাবা গরীব বলে ,
বর-পন ঠিক না দিলে ,
শ্বশুরালয়ে চলে নারী পীড়ন ।
অত্যাধিক অত্যাচার ,
আত্মা হত্যা স্থির করে ,
অবশেষে দড়িতে বা বিষপানে মরন ।


দীন দরিদ্র বলবান ,
হিন্দু খৃষ্টান মুসলমান ,
আমাদের মধ্যে ভেদ কিছু নাই ।
ছাড়ো হিংসা দ্বেষ ,
বাঁচাও পরিবেশ ,
বলো আমরা সবাই ভাই ভাই ।


*****সমাপ্ত*******
২৭/১১/২০১৭