ভারতীয় ঐতিহ্য - অবাক হয়েছে ,
শ্রদ্ধা - ভক্তি বিদায় নিয়েছে ,
রাজত্ব করছে পশ্চিমী আদব - কায়দা ।
পিতা মাতা গুরুজন ,
প্রণাম জানায় ক ' জন ?
বাবা চাকর ভাসুর হয়েছে বড়দা ।


ঘন ঘন নির্বাচন ,
ঘটাচ্ছে অর্থের অনটন ,
এতে রাজকোষ হচ্ছে শূন্য ।
কর্মচারীদের সমিতিতে ,
বেতন বৃদ্ধির দাবিতে ,
পে - কমিশনে রাজকোষ হবে কী পূর্ণ ?


কর্মচারী ব্যবসায়ী যাঁরা ,
লাভবান হবেন তাঁরা ,
সাধারন জীবী খাচ্ছে মার ।
ফসলের নায্য মূল্য নেই ,
বেকারদের কর্ম কই ?
এমন জাগরনের কী দরকার ?


কত সাধনার সভ্যতার ফলাফল ,
সন্ত্রাসবাদে যাচ্ছে রসাতল ,
এর প্রতিকারের কী হবে উপায় ?
রুখে দাঁড়ালে বিশ্বশক্তি ,
জঙ্গীরা কী পাবে মুক্তি ?
নিশ্চয় কোন জনগোষ্ঠী দিচ্ছে প্রশ্রয় ।


তালাক তালাক তিন তালাক ,
স্ত্রী আমার নিপাত যাক ,
স্ত্রী তখন দুঃখ সাগরে ভাসে ।
ধর্ম শাস্ত্রে নেই বিধান ,
তবে কেন এ ব্যবধান ?
তা দেখে সভ্য দুনিয়া হাসে ।

কমাও শহরায়ান শিল্পায়ন ,
কমে যাবে উষ্ণায়ন ,
জঙ্গিবাদ জন্ম নিয়েছে ,
নাশকতায় দুনিয়া ভরে গেছে ,
এর মূলে কারা আছে ,
দুনিয়া তা জেনে গেছে ।


গলছে হিমবাহ ,
বাড়ছে বায়ুপ্রবাহ ,
সমুদ্রের জল বাড়ছে দিন দিন ।
ঘন ঘন নিম্নচাপ ,
বাড়ছে শুধু বজ্রপাত ,
এতে জীবজগতের আয়ু হচ্ছে ক্ষীণ ।


বিংশ শতাব্দি চলে গেছে ,
নাশকতায় দুনিয়া ভরে গেছে ,
দিন দিন চরমে চড়ছে উষ্ণায়ন ।
কিভাবে হবে জঙ্গী দমন ?
কমবে কিসে বিশ্ব উষ্ণায়ন ?
ভেবে আকুল রাষ্ট্র নায়কগন ।


একবিংশ শতাব্দির বড় সংবাদ ,
সে হলো মানবতাবাদ ।
বিশ্ব মানবতায় হয়ে উদ্বুদ্ধ ,
উষ্ণায়ন ও সন্ত্রাস হবে রুদ্ধ ।


দীন দরিদ্র বলবান ,
হিন্দু খৃষ্টান মুসলমান ,
আমাদের মধ্যে ভেদ কিছু নাই ।
ছাড়ো হিংসা দ্বেষ ,
বাঁচাও পরিবেশ ,
বলো আমরা সবাই ভাই ভাই ।


*****সমাপ্ত**********
২৭/১১/২০১৭