ছাতা আমার সঙ্গের সাথী
ছাতা হলো আমার বন্ধু ,
ছাতা আমার সঙ্গে থাকলে
ভয় পাই না পার হতে সিন্ধু ।
ছাতা না থাকলে পরে
মনে আসে বড় সন্ধ
আকাশে মেঘ দেখা দিলে
মনে পড়ে বর্ষার গন্ধ ।
বর্ষা হলে ছাতা থাকলে
মনে থাকে বড় বল ,
ছাতা খাটিয়ে বলবো
বর্ষা আসুক না প্রবল ।
রোদের দিনে ছাতা খাটিয়ে
চলতে আরাম লাগে ,
ছাতা না থাকলে পরে
মাথায় কি গরম দাগে ।
ছাতা সাথে থাকলে
রাস্তায় কুকুর রাগলে ,
ছাতার খোঁচা মেরে
কুকুরের মুখ দেই থেতলে ।
ছাতা কাছে থাকলে
পিছনে কেউ ডাকলে ,
মেজাজ আমার চটে যায়
তার দিকে তাকালে ।
ছাতা কাছে থাকলে
সামনে কেউ এলে ,
আমি মানি না তাকে
কোন কিছু বললে ।
ছাতা হাতে থাকলে
কেউ কটু কথা বললে ,
ছাতার খোঁচা মেরে তার
জিভ দেই থেতলে ।
ছাতা কাছে থাকলে
কেউ চোখ দুটো রাঙালে ,
ছাতার খোঁচা দিয়ে তার
দু চোখ দেই গেলে ।
ছাতা কাছে থাকলে
উজান বাতাস বইলে ,
ছাতা গুটিয়ে আমি
ছাতা নেই বগলে ।
ছাতা কাছে থাকলে
ঝর ঝাপটা এলে ,
দৌড় দিতে হয় আমাকে
ছাতা নিয়ে কোলে ।
ছাতা কাছে থাকলে
আমার মনটা থাকে তাজা ,
ভয় আমি করি না কাউকে
নিজেকে ভাবি রাজা ।
ছাতা না কাছে থাকলে
মনটা আমার ভেঙে যায় ,
মা বলে খোকা যাস নে
বাড়ি তুই ফিরে আয় ।


                               ২১/০৭/২০১৭