পাখী কেনো ডাকে বনে
চাঁদ কেন বাড়ে কমে
বৈশাখে কেন ঝড় বয়
আষাড়ে কেন বৃষ্টি হয়
জোয়ারে কেন জল বাড়ে
বাতাসে কেন পাতা নড়ে
রাতে কেন শিয়াল ডাকে
সাপ কেন চলে বাঁকে ?
বলতে পারো মা জননী?
শুধাও তুমি আমায় এক্ষনি ।
    
                 মাছ কেন জলে থাকে
                 বাজনা কেন বাজে ঢাকে
                 মৌচাকে কেন থাকে মধূ
                 বাতস কেন বয় শুধু
                 চাষী কেন চাষ করে
                 বাঘ কেন হরিণ ধরে
                 সূর্য কেন আলো দেয়
                 মাঝি কেন টাকা নেয় ?
                 বলতে পারো মা জননী ?
                 শুধাও তুমি আমায় এক্ষনি ।


ছাত্র কেন স্কুলে যায়
শিক্ষক কেন ছাত্র পড়ায়
তেষ্টায় কেন পানি খায়
মানুষ কেন মরে যায়
সাপ কেন ব্যাঙ ধরে
মানুষ কেন ভিক্ষা করে
পাখী কেন আকাশে উড়ে
গাছে কেন বাজ পড়ে ?
বলতে পারো মা জননী ?
শুধাও তুমি আমায় এক্ষনি ।


                  মেঘে কেন হয় বৃষ্টি
                  আম কেন খেতে মিষ্টি
                  আকাশ কেন এত উঁচু
                  পাতাল কেন এত নীচু,
                  গাড়ি কেন রাস্তায় ছুটে
                  পুলিশ কেন চোরকে পিটে
                  বাগানে কেন ফুল ফূটে
                  মৌমাছি  কেন  দলে ছুটে ?
                  বলতে পারো মা  জননী ?
                  শুধাও তুমি আমায় এক্ষনি ।


কোকিলের ডাক শুনতে ভালো
কাক কেন এত কালো
চাতক কেন বারি  যাঁচে
বর্ষায় কেন ময়ূর নাচে
ডাক্তার কেন রোগী দেখে
দেখতে কেন পাই চোখে
বিছানায় কেন কাঁদে ছেলে
মা কেন নেয় কোলে ?
বলতে পারো মা জননী ?
শুধাও তুমি আমায় এক্ষনি ।