ছুতার মিস্ত্রি ভাই তোমার কাজের তুলনা নাই,
দরজা জানালা খাট পালঙ্ক বেঞ্চি বানাও হাই,
সারাটা দিন হাড় খাটুনি 'বাস নিয়ে টানা টানি,
খিল দিয়ে আঁটো সাঁটো সরকালির ঘর ঘরানী।
করাতের ঘ্যের ঘ্যেরানি শব্দ শুনতে পাই,
ছুতার মিস্ত্রি ভাই তোমার কাজের তুলনা নাই।


বাটালির ঠোকাঠুকি হাতুড়ির পিটানি,
ফিতা দিয়ে মেপে মেপে হিসাব বানাও তুমি।
কানের পেনসীল দিয়ে নকসা বানাও সূক্ষ্ম,
অবাক চোখে তাকায় এলাকার যত যত বিজ্ঞ।
সুন্দর ফুলের মত হয়ে উঠে দালান বাড়ি টাই,
ছুতার মিস্ত্রি ভাই তোমার কাজের তুলনা নাই।


সুন্দর সুন্দর আসবাব বানাও সোকেস আলমারী,
ধনীর কাছে পাও তুমি ভাই অশেষ বাহাদুরী,
কাজ শেষে বাড়ি এসে শও ছেঁড়া চেঁটায়,
ভাঁঙা ঘরে চাঁদের আলো কী সুন্দর দেখায়,
এই দুনিয়াটা আজব দেখতে আমরা পাই,
ছুতার মিস্ত্রি ভাই তোমার কাজের তুলনা নাই।



রচনা - ০১/০১/২০১৯