তাড়াতাড়ি হাঁটলে পথে
পা পড়তে পারে গর্তে
হোঁচট লাগতে পারে পায় ,
তাড়াতাড়ি বাড়ি বানালে
সিমেন্ট বালি ঠিক না মিশলে
অসময়ে ছাদ ভেঙে যায়।


তাড়াতাড়ি অঙ্ক কষলে
অঙ্কের উত্তর ভুল হলে
তুমি নম্বর পাবে শূন্য ,
জোরে বাইক চালালে
অ্যাকসিডেন্টে পা ভাঙলে
কে করবে তা পূর্ন ?


তাড়াতাড়ি লেখলে পরে
বানান ভুল হতে পারে
সুন্দর হবে না লেখা ,
তাড়াতাড়ি বললে কথা
বেফাস কিছু বেরুবে সেথা
মনে দুঃখ পাবে সখা ।


তাড়াতাড়ি রাঁধতে গেলে
মশলা পাকের গড়বড় হলে
রান্না টাই বরবাত হয় ,
লবণ মশলা ঠিক না হলে
খেতে বসে তৃপ্তি না পেলে
লোকে তাতে মন্দ কয় ।


জোরে জোরে মাইক বাজালে
দারুন বিকট শব্দ হলে
কান মাথা ভো ভো করে ,
ঘরে বুড়ো বৃদ্ধ থাকলে
শয্যায় অসুস্থ রোগী রইলে
শব্দ দূষণে যায় মরে ।


সহসা খুব রাগলে
ঝুট ঝামেলা হলে
অশান্তি আসে ঘরে ,
থানায় কোটে গেলে
কেশ ডায়রী হলে
পুলিশ এসে ধরে ।
রাষ্ট্র নায়ক অস্থির হলে পরে
তন মুহূর্তে যুদ্ধ বাধতে পারে
ভাবতে পারো কি হবে এর পরিণাম ,
বহু সৈনিক যাবে মারা
সাধারণ জীবী হবে ধরা হারা
শেষে Atom বোমায় ভস্ম হবে ভুধাম ।


ধীর স্থির না হলে পরে
কত দুঃখ কষ্ট হতে পারে
তার হিসেব নিকেশ নাহি মিলে ,
দুঃখ কষ্ট দূরে যাবে
দেহ মনে স্বস্তি পাবে  
অশেষ শান্তি সংযত হলে ।


তাই বলি শুনো ভাই
তাড়াতাড়ি করতে নাই
এতে কোন সুফল নাই ,
যত দুঃখ কষ্ট পাই
মনের শান্তি এতে নাই
ধীর স্থির হও সবাই ।