হে আলো তুমি কতো ভালো।
তূলনা হয়না তোমার
এ বিশ্ব ব্রম্ভাণ্ড মাঝার,
তুমি সব কিছুর মূল
অন্যথায় সব হলো ভূল,
তুমি না. হলে সব কিছুই গেলো।


      সুর্যদেব হইতে তব উৎপত্তি,
          পক্ষি আলো গাছ
          জলের যতো মাছ
          মানুষ তিমী হাতি -
          তোমা হতে উৎপত্তি,,
     রেল বোমা তেল তড়িতের জ্যোতি।


     আলো বিহনে ব্রম্ভাণ্ড হতো অন্ধকার,
          কোথায় থাকতো মেঘদল
          হিমবাহ অর্নবের জল?
          কোথায় ফলতো সোনার ফসল
          বনে বাগানে শস্য শ্যামল।
          সভ্যতার বিকাশ ঘটতো কি বিশ্ব মাঝার।


                                
      মোরা ভেবে ভেবে পাগল।
          জীবের জনম-মরন
          বায়ুর সঞ্চালন
          নদ নদীর সৃষ্টি
          হতো কী-বৃষ্টি?
    ব্রম্ভান্ডে আলো যদি না থাকত-ই



                                ২১/০৭/২০২১
                                দুলাল চন্দ্র দাস