হঠাৎ অঘটন ঘটলে
অঙ্গ হানি হলে
একে বলে দুর্ঘটনা,
দুর্ঘটনায় জীবন নাশ হলে
পিতা মাতা পরিজন থাকলে
কী দুঃখ পায় ,করে কত কান্না।


হঠাৎ ঘর ডাকাতি হলে
সোনা দানা অর্থ কড়ি চুরি গেলে
গৃহ কর্তা,গিন্নি কত দুঃখ পায়,
অফিস আদালতে গেলে
গাড়ি এক্সিডেন্ট হলে
আত্মীয় স্বজন কেঁদে বলে হায় হায়।


গভীর রাতে মাঠের মাঝে
শত্রু কোপয় কাঁধের কাছে
লাশ পড়ে যায় মাঠে,
আত্মীয় পরিজন করে হায় হায়
খোঁজ করে সন্ধান নেয়
কী যাতনা হায়।কত দুঃখে দিন কাটে ।


এক পুত্র নয়নের তারা
জলে ডুবে যায় মারা
এ যেন বিনা মেঘে বজ্রাঘাত,
না পেয়ে শিশুর তল্লাস হয়
দৌড়ে পুকুর পানে ধায়
হা-পুত্র বলে ললাটে হানে করাঘাত।


এ ভাবে আছে বহু দুর্ঘটনা
কিদিব তার বর্ননা
দুর্ঘটনা-দুর্ঘটনাই এর নাই তুলনা,
যে পড়ে দুর্ঘটনায়
আত্মীয় পরিজন আসলে সেথায়
কান্নার কী রোল পড়ে ,তা বলার না ।


বাবা মা কাছাড় খায়
পুত্র কন্যা গড়াগড়ি যায়
স্ত্রি ললাটে হানে করাঘাত,
আত্মীয় স্বজন আসে
প্রবোধ দেয় বসে পাশে
শোকাঘাতে হয়ে যায় কাৎ।


তাই বলি মানুষ ভাই
সকল কাজে হুঁশ রাখা চাই
সতর্ক থাকলে পরে
সকল বিপদ উদ্ধার পাই ।


প্রকাশিত - ২৯/১০/২০১৭


***** সমাপ্ত *****