চশমা চোখে সুটবুট হ্যাট পরে
চলে বাবুরা দেমাক ভরে
দেখে সবাই তাদের ডরে ,
পিতামাতা গুরুজনে
দেখে না তারা ভালো মনে
সর্ব্বদা ই অমান্য করে ।
বাইক চেপে যখন যায় বাবুরা
সামনে পড়ে যারা
তারা ভাবে কে ওরা ?
লাঠি ঠুকে পায় হাঁটে যাঁরা
বুড়োবৃদ্ধ  হলেন তাঁরা
তাকায় না মোটেও বাবুরা ।
পাওনাদার দের দেয় না পাত্তা
দরকার হলে দেয় ধাক্কা
হেঁকে দেয় তাদের ,
' কোথায় পড়েছি বাবা !
থেকাবে   আমায় কেবা '
ভাবে পাল্লায় পড়েছি কাদের '!
যাদের কাছে পায় বাবুরা
চুল চিরে আদায় করে তারা
মোটেও দেয় না ছাড় ,
ঝাঁপিয়ে পড়ে তাদের উপর
ধর - রে মার - রে
জুলুম তাদের কড়া কাড় ।
পাড়াপড়শির বিপদ হলে
দেখে না বাবুরা কোন কালে
যার যা হয় হোক ,
রোগ যন্ত্রণায় ছটফট করে
দেখে না বাবুরা পিছন ফিরে
ওরা মরে মরুক ।
পড়শী যারা ক্ষুধার জ্বালায়
চাল নেই কো তাদের তাড়ায়
করে হা -  হা - ক্বার
' মাগো দুটো দাও অন্ন
আমরা খুব ক্ষুধায় মগ্ন '
তাড়ায় তাদের দিয়ে ধিক্কার ।
যাদের নেই ভালবাসা
আছে শুধু হিংসা
তারা কি মানুষ ?
তারা তো অমানুষ
মান নেই হুশ নেই
বাবুরা আবার কিসের মানুষ ?


                           ৩১/০৮/২০১৭