চশমা চোখে সুটবুট হ্যাট পরে
চলে বাবুরা দেমাক ভরে
দেখে সবাই তাদের ডরে ,
পিতামাতা গুরুজনে
দেখে না তারা ভালো মনে
সর্ব্বদা ই অমান্য করে ।
পাড়াপড়শি অসুবিধায় পড়লে
বাবুদের দ্বারস্থ হলে
তাকায় না তাদের দিকে ,
টাকা পয়সা নিতে হলে
নরম সুরে তাদের বলে
জমি জায়গা দাও লিখে
বিপদ উদ্ধারের দায়ে
জমি জায়গা লিখে দিয়ে
অল্প কিছু টাকা নেয় ,
টাকা নিয়ে বাড়ি গেলে
জমি জায়গা ফিরবে বলে
দূর দূর করে তাড়িয়ে দেয় ।
এভাবে গরীব মেরে
জমি জায়গা সংগ্রহ করে
জোতদার হয়ে দাঁড়ায় ,
পিতৃ মাতৃ দায়
গরীব মানুষ গিয়ে দাঁড়ায়
সোনাদানা বন্দক নেয় ।
মাথার ঘাম পায়ে ফেলায়  
টাকা যোগাড় করে নিয়ে যায়
তখন তাদের হেঁকে দেয় ,
তখন যে কত দুঃখ পায়
কাঁদতে কাঁদতে ফিরে যায়
সোনার আশা ছাড়তে হয় ।
গরীব বাড়ির ছেলে পিলে
ব্যবসায় উন্নতি করতে চাইলে
বাবুরা কত চক্রান্ত খেলে ,
কত লোকজন লাগায়
ব্যবসা যাতে না গড়ায়
তার হিসেব নাহি মিলে ।
যাদের নেই ভালবাসা
আছে শুধু হিংসা
তারা কি মানুষ ?
তারা তো অমানুষ
মান নেই হুশ নেই
বাবুরা আবার কিসের মানুষ ?


                               ৩১/০৮/২০১৮