হাতে ধরি বিনয় করি
সাধুবাবা , ধরি যে চরণে ,
মানুষ কেন মারছে মোদের
বিনা কারণে ?
ডেকে আনলো , পোষ মানালো
মানুষের করলাম কত উপকার ,
মানুষ মোদের নির্বিচারে
নিয়তো করছে কেন সংহার ?
আমি হলাম গরু
খাই তৃনলতা তরু ,
অবলা পশু জাত
অবিরাম খাটি দিন রাত ।
আমি গাই
দুধ দিতে ভুলি নাই ,
আমি বলদ
দিবানিশি খেটে যাই ।
গাড়ি টানি চষি লাঙ্গল ,
খাওয়ায় মোদের জাবনা খোল ।
চাষে হচ্ছে ধান গম
শাক সব্জি আরো বিভিন্ন ,
দুধ দই মিষ্টান্ন
মানুষ সুখে খাচ্ছে অন্ন ।
গাই গরু বাছুর দেয়
খায় খোল জবনা ,
বাছুরটি নাচে যখন
দেখলে থাকে না ভাবনা ।
গোবরে হয় ঘুঁটে
সার আর জ্বালানি ,
গোমূত্র পরম পবিত্র
রোগ জীবাণু করে হানি ।
চামড়ায় হয় থলে জুতা
হাড়ে চুন আর সার ,
আমাদের গুণের কথা
কইব কতো আর ।
এ সব শুনে সাধু বাবা
ডাকলেন মানব সভা ,
' গরুর দুর্দশার বিচার ,
কী হবে বলুন বাবা ।
শ্রীকৃষ্ণ - চৈতন্য - মহাবীর - বুদ্ধ
হজরত - মহম্মদ - যীশু খ্রীষ্ট ,
সকল মহামানব বলেন
' মানুষ হবে ধর্ম নিষ্ঠ ।
জীব হিংসা , প্রাণী হত্যা
এ সব হলো মহাপাপ ,
মানুষ হয়ে না মানলে
জীবনে পেতে হবে মহাতাপ ' ।


                                 ১৬/০৭/২০১৭