মায়ের অন্তরে কী যাদু আছে
জানে বিশ্বজগৎ , জানে সর্ব জীবে ,
সন্তান গর্ভে কী যন্ত্রণায় ভুগে
একমাত্র জানে মাতা সন্তান প্রসবে ।
সন্তান হলে ,মায়ের যত্নে লালন - পালনে
সন্তান পরপর পায় বল ,
কী আনন্দে দিন কাটে শৈশবকালে
মনের সুখে ছুটে দলকে দল ।
মায়ের চিন্তা সন্তানের ভালমন্দ নিয়ে
' কখন কী ভাবে থাকে সে '
খাওয়া নেই ঘুম নেই সন্তান অসুস্থ হলে
অবিরত ভাবনা , সে চিন্তা করে কে ?
মায়ের নেই বিরাম বিশ্রাম , কর্তব্য সাধিতে
দায়িত্ব পালনে কর্ম চলছে অবিরাম ,
মা শিশু সন্তান পালনে নেয় না বিশ্রাম
খাটে অবিরাম , দেয় না জীবনের কোন দাম ।
সকল জীবের মা নিজ নিজ সন্তানকে ধরে রেখেছে বুকে,
এ কী মায়া ! চেয়ে দেখো দিকে দিকে
কাকের বাসায় বাচ্চা থাকে
মা কাকের কী টান তাকে !
কেউ এলে কা কা করে ছোঁ মারে ,
সাত আটটা বাচ্চা কোলে
মা কুকুর কী কষ্টে চলে
তাদের দুধ খাওয়ায় কত আদর করে ।
ঘরের চালে লাউ গাছ বায়
সরু দড়ির মতো দেহখানি হয়
মা গাছ কেমন করে ধরবে বল ?
একটা লাউ এর ওজন সাত আট কেজি প্রায় !
মা তেলাপিয়া মাছ ,কী আশ্চর্য কাজ !
শত্রু মাছ এলে নিজের কাছ ,
পোনাদের টেনে নেয় মুখের মাঝ
মা মাছের এ কেমন ধাঁচ !
এভাবে মায়ের গুণের কথা কইব কত?
আসে না আর মাথায়,
বড় করে সন্তানদের কত দুঃখ যন্ত্রণায়
মা যে জীবন্ত দেবী এ মর্ত ধরায় !
আদিমাতা বসুমাতা শুনে না কোন কথা
মায়ায় রেখেছে সকল জীব ও বস্তুকে বুকে ধরি ,
ধরিত্রীর উদ্ভিদ প্রাণী হিংস্র নিরীহ সকল জীবের
মা , আবদ্ধ রয়েছে সন্তানের মায়ায় পড়ি ।


*******সমাপ্ত*********


                         ২২/০৭/২০১৭