হিংসা যেথায় থাকে সকল সময়
মিষ্ট ভাষায় ভালবাসা মোটেও নয় ,
পর হিংসা পর নিন্দা অন্তরেতে ব্যথা
দাম্ভিকতা করে সদা বিরাজ সেথা ,
মধুর আলাপন মিলেমিশে চলা
থাকে না দয়া সত্য কথা বলা ,
গর্ব ও অহংকারে সদা মত্ত রয়
অধর্মের বাতাস সেথা সর্বদাই বয় ,
গুরুজনে শ্রদ্ধা ভক্তি ধর্ম পথে গতি
এ সব দিকে সেথা কারুর থাকে না মতি ,
ক্ষনে ক্ষনে সেথা চলে ঝগড়া ঝাটি
পরস্পরের মধ্যে শুধু কথা কাটাকাটি ,
লাঠালাঠি মারপিঠ আর শুধু দ্বন্দ্ব
অবিশ্বাস চলে সেথা পরস্পরের সঙ্গ ,
উন্নতি হয় না সেথা শুধু অবনতি
উপার্জন চলে না লোকসানে গতি ,
হিংসায় গড়ে না শুধু ভেঙে যায়
পরিশেষে দুঃখ পায় বলে হায় হায় ,
শান্তি থাকে না সেথা অশান্তিতে ভরা
কিছুই তফাৎ নেই বাঁচা কিংবা মরা ,
হিংসা হলো প্রজ্বলিত অগ্নির সমান
সেথা হতে সদা এড়িয়ে চলে যারা বুদ্ধিমান ।
হিংসায় যুদ্ধ বাধে রক্ত বয়ে যায়
হিংসায় অশান্তি শুধু শান্তি পাবো কোথায় ?


****সমাপ্ত******