ঝাড়ুদার যোগাড়িয়া হায়
যখন খাটে তখন খায়
কাজ না হলে বসে রয় ,
ভাবলে আমরা অবাক হয়ে যাই
এদের কথা এদের ব্যথা কেহ ভাবে নাই


বউ - ঝি - ছেলে সবাই খাটে
দিন গেলে যা জুটে
শাক পাতলা কিনে কেটে ,
আনন্দে ভোজন করে সবাই
এদের কথা এদের ব্যথা কেহ ভাবে নাই ।


রোগ ব্যাধি হলে পরে
ডাক্তার কবিরাজ থাকে দূরে
শিকড় বাকড় যোগাড় করে ,
ঠাকুর ভরসায় দিন কাটায় সবাই
এদের কথা এদের ব্যথা কেহ ভাবে নাই ।


উৎসব আনন্দ এলে
ভাবে না এরা কোন কালে
ফুটপাতে যায় এরা দলবলে
সস্তায় পছন্দ সই পোশাক কিনে সবাই
এদের কথা এদের ব্যথা কেহ ভাবে নাই ।


শত দুঃখ কষ্টে এরা
আনন্দে থাকে মনভরা
যত দুঃখ কষ্ট পায় ধনীর দুলালরা ,
গরীবরা আনন্দে দিন কাটায় সর্বদাই
এদের কথা এদের ব্যথা কেহ ভাবে নাই ।


**সমাপ্ত ***
০১/০১/১৯