করোনা ভাইরাস
এনেছে বিশ্ব ত্রাস
চীনে হয়ে উৎপন্ন,
বিশ্বকে করছে উচ্ছন্ন।
লক্ষ লক্ষ আক্রান্ত,
ডাক্তার স্বাস্থকর্মী বিভ্রান্ত।
করোনা গতি প্রকৃতি,
লাফিয়ে চলা এর রীতি।
ঔষুধ নেই করোনায়,
বিশ্ববাসি করছে হায় হায়।
করোনা তারনায়,
রাষ্ট্রনেতাদের জীবন যায়।


সতর্ক হলে পরে,
করোনা হবে না ঘরে।
সাবানে হাত ধুলে,
করোনা যাবে চলে।
পরলে মুখোষ,
লাগে না কোনো দোষ।
মেলামেশা করো না,
আসবে না করোনা।
হাতে হাত ধরোনা,
আসবে না করোনা।
মুখে মুখ দিও না,
চুম্বন খেয়ো না।
কোলাকুলি করো না,
আসবে না করোনা।
কাছাকাছি থেকো না,
ছয় ফুটে এসো না।
জমায়েত হইও না,
ভিড়ের মধ্যে যেও না,
ভীড় হতে দিও না,
ভিরের মধ্যে করোনা।
ঘরের বাহির হইও না,
আসবে না করোনা।


অচেনাকে চিনো না,
ঘরে ঠাই দিও না।
বিদেশীকে জেনো না,
তাঁদের মধ্যে করোনা।
তাঁদের তোমরা বলো না ?
হসপিটাল তোমাদের ঠিকানা।


বহুদিন পরে
করোনা এসেছে ঘরে,
মানুষকে সে খুব ভালোবাসে,
যখন ভ্যাকসিন বেরুবে
কী রোদন না করবে।
যা মা করোনা তুই তোর দেশে।
  
    সমাপ্ত   ২৪/০৩/২০২০