হে ক্লান্তি
তুমি নও ভ্রান্তি ,
জীব জগতে রয়েছো বেষ্ঠি ,
তুমি বিধাতার অপূর্ব সৃষ্টি !
শ্রম থেকে হয়েছো উৎপত্তি ।
ক্লান্তি আসিলে দেহে
জীবনে আর সহে না যে ।
শুয়ে পড়ি লইতে বিশ্রাম
আহা ! সে কি আরাম ।
তব তরে পাই মোরা শান্তি ।


যদি না থাকিতো ক্লান্তি
জীব জগতে ঘটিতো বড় অশান্তি ।
কর্ম কর্ম ক্ষুধা ক্ষুধা আর
কে মিতাতো এতো আহার ?
ভাবিয়া পাই না কোন উপায় ।
অনিদ্রা সদা করিতো বিহার
আরাম থাকিতো না আর ।
বিশ্রী লাগিতো দিন
আয়ু হইতো ক্ষীণ ।
কী বিভৎস কান্ড ঘটিত ধরায় !



*******সমাপ্ত********