কুমার ভাই হাড়ি বানায় কামার দা কাস্তে দউলি।
তাদের বৌঝি ছেলে খেটে যায় বিশ্রাম বলে জানেনি
কাদা থাসে লোহা পিটে সে কী খাটুনি!
যা পায় তা নেয় কিছু বলেনি;
সারাটা দিন হাড় খাটুনি আমরা ভাবতে পারিনি।


সারাটা দিন খাটে তারা খেতে পায়নি,
গামছা ছাড়া ভালো তারা পরতে পারেনি।
জীবন টা যে সুখে দুখে তারা তা জানেনি,
সূর্য ওঠে অস্ত যায় তারা বলতে পারেনি।
সারাটা দিন হাড় খাটুনি আমরা ভাবতে পারিনি।


হাপরের টানে বয় আগুনের ফুলকানি;
দিন রাত চলে শুধু হাতুড়ির পিটানি।
লোহার গায় জ্বর বয় জলে জর ছাড়ে,
দা দাউলি কাস্তে বটি গড়ে উঠে কামারের হাড়ে।
কাজ চলে অবিরাম বিশ্রাম তারা জানেনি,
সারাটা দিন হাড় খাটুনি আমরা ভাবতে পারিনি।


চাক চলে ঘ‍্যের ঘ‍্যের  অবিরল শব্দে,
কাদা দে কাদা দে কুমারকে ফেলে জব্দে।
কুমারের ছেলে বৌ কাদা দিতে ব‍্যস্ত,
হাঁড়ি কলসী বানাতে কুমার থাকে ত্রস্ত।
কাজ চলে অবিরাম বিশ্রাম তারা জানেনি,
সারাটা দিন হাড় খাটুনি আমরা ভাবতে পারিনি।



রচনা - 01/01/2019