বৃদ্ধ বয়সে শক্তি হ্রাসে
চলছি টলো  মলো ,
চলতে গেলে পড়ে গেলে
কে থেকাবে বলো ?
ছেলে আছে কাজে গেছে
পড়ছে নাতি নাতন ,
বৌমা বলে - ' কাজ ফেলে
রাঁধতে  আমি পাগল ' ।
স্ত্রী আছে বৃদ্ধ বয়সে
পড়ে গেছে হাত পা ,
যা দেয় তা খায়
কোন কিছুই বলে না ।
আমার এখন ছটপটানি  
হাহুতাশায় মরি ,
কোথায় যাই করি কী
চলি কাকে ধরি ।
সকল সময় বৌমা আমার
থাকতে পারে না কাছে ,
মনে সাধ জাগে আমার
যাবো তেঁতুল গাছের কাছে ।
সেখানে বসে মনের হরসে
দেখবো গাছ পালা ,
পুকুরের মাছ গুলো সব
দিচ্ছে কেমন ঝালা ।
রঙ বেরঙ এর পাখি গুলো সব
চরছে কেমন বনে ,
খাদ্যের সন্ধ্যানে তারা
চলছে আপন মনে ।
ছেলে মেয়ে বই নিয়ে
চলছে দলে দলে ,
আনন্দে যাচ্ছে তারা
কত কথা বলে ।
ডেকে পাই না কাউকে
টয়লেটে যেতে কোথাও বেড়াতে
অনায়াসে চলে আসে
লাঠি আমার হাতে ।
বৌমা থাকে একা ঘরে
সদা কাজে ব্যস্ত ,
চলাবুলার সকল দায়িত্ব
লাঠির উপর ন্যস্ত ।
চলতে বুলতে লাঠি বইতে
পাই না কোন ক্লান্তি ,
লাঠি আমার জীবন সাথী
লাঠি হলো সুখ শান্তি ।