মন্দ যেন বড় গন্ধ !
    কেউ চায় না
    ধরে না বায়না
সবাই তারে করে সন্দ


আঃ হারে কি হলো ললাটে!
  সবাই যায় চলে
  কথা না বলে
চায় না কেউ এ বিশ্ব তল্লাটে।


সে জানায় বিচার বিধাতারে
' কেন সৃজিলে মোরে ?
  কেহ নাহি মোরে বরে ,
আমি কি অধরা থাকিবো বিশ্ব মাঝারে ?'


বিধাতা হাসিয়া কহে তারে
' অধর্ম অলসতা
তুই থাকবি তথা
অন্যথা হবে না ইহা বিশ্ব সংসারে ।'


শুনিয়া মন্দরে মনে আনন্দ জাগে,
     চুরি হানা হানি
     মিথ্যা রাহাজানি ,
     অন্যায় অনাচার
     অলসতা অবিচার,
     প্রতিনিয়ত মদ্যপান
     নারী পীড়নে অভিযান ,
সেখানে আমারি স্থান সবারি আগে ।


******* সমাপ্ত*********


                               ৩০/০৬/২০১৮