যুগের পরিবর্তনে, জীবের বিবর্তনে,মানুষ এলো জগতে,
ঘটলো যা যা পৃথিবীতে ,সব কিছু হবে ভাবতে ।
ঘর বাঁধল ,আগুন জ্বালালো , সংগ্রহ করল হাতিয়ার
বনের মাঝে সাহসেতে করতে থাকলো বিহার ।
চাষ শিখলো গরু পুষলো ,করলো চাকার আবিষ্কার,
দূর এখন নিকট হলো , ভাবনা থাকলো না আর ।
সমাজ হলো রাজ্য গড়লো ,শাসন করলো রাজা ,
অশান্তি দূরে গেল , সুখে থাকলো প্রজা ।
গোলা ভরা ধান আর ,পুকুর ভরা মাছ ,
ভাবতে গেলে যেতে হবে ,মানুষেরি কাছ ।
ক্ষেত ভরা সব্জি আর গোয়াল ভরা গরু ,
সব কিছু হলো বাবা মানুষ থেকে শুরু ।
রাস্তা হল গাড়ি চলল , ট্রেনের আবিষ্কার ,
দূর এখন নিকট হলো , হাঁটার কী দরকার  ?
বাড়ি গড়ল সৌধ বানাল , হলো সেতুর আবিষ্কার ,
বসবাস ও পারাপারের ভাবনা , থাকলো না আর ।
আকাশ পথে চলল বিমান , জলেতে জাহাজ ,
গরুর গাড়ি মোষের গাড়ি রইলো না বিশেষ কাজ ।
ইলেকট্রিক আলো জ্বলল , চলল দুরদর্শন ,
ভাবনা আর থাকলো না , ফোনে ফোনে কথন ।
হাট বাজার বসল কত , গড়ল নদী বন্দর ,
ব্যবসায় বানিজ্যে মানুষের , জীবন হলো সুন্দর ,
শিল্প হলো বিদ্যালয় হল , হলো চাষের উন্নতি ,
বিশ্ববাসীর এখন , ভাবনা আর থাকলো কী ?
বিদ্যাসাগর , কাজী নজরুল , মাইকেল লেখলো কত বই ,
ভেবে মোরা পাগল হই , মানুষ যদি না থাকত- ই !
বাংলা কাব্য সাহিত্য কবিগুরু , করলেন কত সাধনা!
' গীতাঞ্জলী ' না লেখলে পরে , নোবেল পুরস্কার হতো না ।
জেমস্ ওয়াট , নিউটন , এডিসন , করলেন কত সাধনা !
জগদীশ বসুর উদ্ভিদ তত্ত , বিশ্ব জগৎ জানতো না ।
পাশ্চাত্যের মহাকাব্য , ইলিয়াড ও ওডিসি ,
হোমার না থাকলে পরে , এ সব হতো কী ?
যীশু খ্রীষ্ট - ভগবান বুদ্ধ , করলেন কত সাধনা ,
অশান্তির কথা তোমরা , মোটেও ভেবো না ।
অর্থ বিদ্যায় অমর্ত্য সেন, করলেন কত সাধনা ।
থিসিস না লেখলে পরে , নোবেল পুরস্কার হতো না ।
শ্রীচৈতন্য , মহত্মাজী ,করলেন প্রচার অহিংসার বাণী ,
চিত্তরঞ্জন দাস হলেন , ভারত খ্যাত দানী ।
আদি কবি বাল্মীকি ব্যাসদেব , করলেন কত সাধনা ,
রামায়ন - মহাভারত মহাকাব্য বিশ্ব জগৎ জানতো না ।
শেক্সপিয়ার , ওয়ার্ড ওয়ার্থ করলেন কত সাধনা ,
মানুষ না থাকলে পরে ,এসব কিছুই হতো না ।