পৃথিবীর রূপ রস গন্ধ নেবেই বা কে ?
মানুষ না থাকলে সব যাবে বিফলে ।
তারা গুলি আকাশেতে ,সারারাত চেয়ে থাকে ,
পশু পাখি যত আছে ,তাদের আদর করবে কে ?
' আয় আয় চাঁদ মামা , টিক দিয়ে যা '
আদর করে বলবে না তো কোন পশুপাখিটা ?
মৃদু বাতাস বয়ে যায় , আদর কোথাও নাহি পায় ,
কেহ কথা নাহি কয় ,কেবল সে চেয়ে রয় ।
সূর্যদেব বড় দুঃখে , আলো দেয় দিকে দিকে ,
কেহ স্তব করে না তাঁকে , পশুপাখি বাঘ ভল্লুকে ।
সূর্য আছে আগুন নেই , বড় চিন্তা হলো তাই ,
রাতে আলো জ্বলেনি তাই , পৃথিবীতে মানুষ নাই ।
ফুল গুলি চেয়ে থাকে , গন্ধ কেহ নেয় না নাকে ,
আদর না পেয়ে তাদের , মনে বড় দুঃখ জাগে ।
বসুমাতা মন দুঃখে , পালন করে সর্ব জীবে ,
পশুপাখি জানে কী তারা ,পূজা করে কিভাবে ?
নদী গুলো বয়ে যায় ,কেহ নাহি নৌকা বায় ,
ফাঁকা সমুদ্র পড়ে রয় , জাহাজ কোথাও নাহি যায় ।
আকাশ একা থাকে , উড়ান নাহি উড়ে ,
পথঘাট নেই কোথাও , মিলে না মাথা কুড়ে ।
বাড়ি ঘর কোথাও নেই , দালান বাড়ী একটাও নাই,
বড় চিন্তা হলো তাই ,পৃথিবীতে মানুষ নাই ।
বাঘ সিংহ দাপট দেয় ,হরিণ বলে হায় হায় ।
মোষ গরু বিচার দেয় ,কে দিবে বিচারের রায় ?
বাজ পাখি ছোঁ মারে , বক হাঁস ভয়ে উড়ে ,
মাছরাঙা জলে বুড়ে , কাঠঠোকরা মাথা কুড়ে ।
পাখির ছানা নীড়ে নীড়ে অন্ধকার রাত জুড়ে ,
এতক্ষণ কী ভাবো নাই ? মুনি ঋষি তপস্যায় নাই ।
শিক্ষক ছাড়া শিক্ষা নেই , আলো আছে জ্ঞান নেই ,
সৃষ্টি ছাড়া গড়ে নাই , রাতের পর দিন আসবেই ।
নদী আছে মাঝি নাই , শক্তি আছে শাসন নেই ,
জুলুম আছে বিচার নেই , জন্মের পর মৃত্যু হবেই ।
পৃথিবী আছে দেশ নেই , দুধ আছে দই নেই ,
মিষ্টি আছে মিষ্টান্ন নেই , ভাঙার পর গড়বেই ।
টক আছে চাটনি নেই , শব্দ আছে ভাষা নেই ,
মাথা আছে বুদ্ধি নেই , শুরু হলে শেষ হবেই ।
বীজ আছে চাষ নেই , মাঠ আছে ফসল নেই ,
বলদ আছে হাল নেই , ভেবে মোরা পাগল হই ।
পৃথিবী জুড়ে চিড়িয়াখানা , পশুপাখি বাঘ হায়না ,
এতক্ষণ কী ভাবো নাই ? পৃথিবীতে মানুষ নাই !