শত কাজের ভিতর
মা ভাবে নিরন্তর
সন্তান সন্ততি আমার আছে  কেমন,
কেহ থাকে দুরে
কেহ বা ঘরে
মায়ের চিন্তা নিরন্তর বায়ু বয় যেমন ।
রবি গেলে সোম আসে
অন্ধকার গেলে আলো ভাসে
মায়ের চিন্তা স্থির থাকে সন্তানের লাগি,
ভালো হোক মন্দ হোক
হোক না সে বিবাক্
মা করে না বিচার হোক সে যত দাগী ।
মা যতদিন বাঁচে
থাকুক যত কাজে
ভালো মন্দ অবিরাম মায়ের মনে জাগে,
সন্তান আমার কেমন আছে
বিপদ আসল নাকি পাছে
কেউ ভাবে না মা ভাবে আগে।
যখন সন্তান আসে
মা জননীর গর্ভ বাসে
কত কষ্টে কত সর্ন্তপনে থাকে মা জননী,
জপে ইষ্ট নাম
ডাকে অবিরাম
নিজের ভোগ বিলাস সুখশান্তি কিছুই জানেনি
সন্তান ভুমিষ্ট হলে
কী যন্ত্রনা-ই না পেলে
খাওয়া নেই ঘুম নেই সন্তানের লাগি,
বুকের দুধ পিয়ে
সন্তান বলিস্ট হয়ে
হাঁটতে ছুটতে থাকে মা মা বলে ডাকি
সন্তান যত বড় হয়
চিন্তা তত বাড়তে রয়
সন্তান যখন চলে যায় দূর বিদেশে,
কি আছে ললাটে
কখন কী ঘটে
সর্বদাই মায়ের মনে কু চিন্তাটি আসে।
সন্তান অসুস্থ হলে
কিছু না খেলে
মায়ের মনে ঝড় বয়ে যায়,
কোথায় কাকে পাবে
সন্তান সুস্থ হবে
সর্বদাই মায়ের মনে এমনটাই গায়
যদি বিধির বিধানে
যায় জমের ভবনে
মা মাথা খুঁড়ে মাথা ভাঙে করাঘাতে
কী দৃশ্য যে হায়!
সহিবারে নয়
করুন রবে কাঁদে আঘাত হানে সাথে।
সন্তান বিচ্ছেদের কথা
হানে শুধু ব্যথা
সে কথা মায়ের ভুলার নয়,
যখন যেখানে যায়
সদা দুঃখ পায়
ধরায় যতদিন মা বেঁচে রয়।


প্রকাশিত - ১৪/০৩/২০১৮



!!!!!!!  সমাপ্ত   !!!!!!!
           !!!!!!!