ওগো আকাশে ওড়া পাখি ,
তুমি কোথায় যাও ডাকি ?
পাহাড় নদী সাগর পার ,
মাঠ বিল খালের ধার ।
ভ্রমণে দর্শনে তোমরা সেরা ,
মানুষ হয়ে কী ছার মোরা !
যখন নীল আকাশে ওড়ো  তোমরা ,
দেখে অবাক হই আমরা !
তোমরা পেয়েছো যে ক্ষমতা ,
মোদের বঞ্চিত করেছে বিধাতা ।
হযে বুদ্ধিমান প্রাণী ,
আমরা উড়তে পারিনি ।
মাটির বুকে আমরা হাঁটি ,
দুটি পায়ে গুটি গুটি ।


বড় জোর লাফ কাটি
ভর দিয়ে ধরার মাটি  
পার হতে পারিনি নদী ,
সাগর হ্রদ আরও কত কী !
কত হিংস্র প্রাণী আছে ,
বিস্তৃণ গহন অরণ্য মাঝে ।
সেখানে সব মানুষ কি যায় ?
পাখি যেমন দেখতে পায় ।
পাহাড় পর্বত কত উঁচু !
চড়তে পারেনা মানুষ ভিতু ।
কত মনের উল্লাসে ,
পাখি উড়ে যায় আকাশে ।
ওগো আকাশে ওড়া পাখি ,
প্রাণী জগতে তোমরা বড় লাকি ।