বড় অফিসার হলে
অটুট ক্ষমতার বলে
ধরাকে সরা ঙ্গান করে,
ভালোমন্দ নাদেখে
সায় দেয় অন্যায়ের দিকে
বহু মানুষের চোখে জল পড়ে!
পদ মর্যদার জোরে
সত্যি যারা অন্যায় করে
রেহাই পায় না তারা ,
নিদারুন দুঃখ কষ্ট পায়
বিধাতা ফিরে না তাকায়
অশেষ যন্ত্রনায় যায় মারা।


শিক্ষক শিক্ষিকা গন
পেয়ে সমাজের উচ্চাসন
যদি না দেন ঠিক পাঠ দান!
নিয়মিত স্কুলে না গিয়ে
মাস গেলে বেতন টা নিয়ে
স্ফূর্তিতে জীবন টা  কাটান !
ছাত্রদের  জীবন  গড়ার দায়িত্ব নিয়ে
অবহেলা করেন কর্তব্য  পালনে
বিধাতা দেখেন সব,
চাকরী শেষে কিংবা পরে
নানা অসুবিধা দেখা দেয় শরীরে
কমতে থাকে মুখের রব।


থানার বড় বাবু হলে
এলাকা ঘুরে লয়ে কনস্টবলে
খোঁজ খবর রাখেন সব,
বড় বড় ব্যাবসায়ি পাচারকারী
সাক্ষাত করে সরাসরি
পরিচয় হয়ে যায় খপা খপ!
বড় বড় রুই কাতলা বোল
জাল উল্টে দেয় হাবোল
ধরা পড়ে পুঠি মাছ,
অবসর পরে বৃদ্ধ বয়সে  
ধরা পড়ে প্যারালাইসেসে
সাঙ্গ হয় সব কাজ।


অর্থ শালি ধনি যারা
নিরুপায় হয়ে পড়ে গরিবেরা
ধনীরা তখন সুযোগ  নেয়,
গরীবের যেটুকু  আছে
লিখে নেয়  তার কাছে
নিঃস্ব করে ছেড়ে দেয়।
যে কৌশলে গরিব নিস্ব হয়
বিধাতা  তা দেখতে পায়
ধনীরা ধরা পড়ে কঠিন রোগে,
বড় বড় ডাক্তার দেখায়
থলে থলে টাকা জোগায়
কী দুঃখ যন্ত্রনায় ভোগে।


ইঞ্জিনিয়ার  কন্টাক্টর যারা
সরকারী প্লান রুপ দিচ্ছেন তারা
যোগ সাজসে পাচ্ছে না সঠিক রুপ,
কন্ট্রাক্টর অধিক লাভের আশায়
ঠিক অর্থ ব্যায় করছেন না  তায়
উভয়ের মাঝে রয়েছে  কারচুপ।
সরকারী অর্থ মেরে
ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যাচ্ছে গায় মেরে
রেহাই কোথায় পাবে ?
বয়স  না  হতেই হাইপ্রেসার আলসার
হয়ে যাচ্ছে ক্যানসার
যম এসে কী শাস্তি দিবে ?
বিঞ্জান ধর্ম  একই হয়
ভিন্ন কভু  নয়
দিকে দিকে তার পরিচয়,
বিঞ্জানে ঘাত প্রতিঘাত সমান
এর নাই ভিন্ন মান
নিলে  শোধ করতে হয়  বিধানেতে রয় ।



প্রকাশিত  -  ২১/০৯/২০১৭


****** সমাপ্ত ******