আজকালের ছেলেপিলে হয়েছে ' ফোন ম্যান '
দেখছে কত রঙিন ছবি নানান ধরনের গান ,
স্কিনটাচে টিপে দেখে পাহাড় সমুদ্র মাঠ
বনজঙ্গল নদী নালা কত বাজার হাট ,
বাড়িঘর অলিগলি অফিস আদালত
কলকারখানা স্কুল কলেজ শহর ও রাজপথ ,
ট্রেন চলে উড়ান উড়ে কত ট্যাক্সি বাস
ফুলবাগানে ঘুরছে মালী করছে চাষী চাষ ,
লোকগীতি বাউল ফকির ভক্তিগীতি গায়
এ সব দেখে শুনে শিশু মন আনন্দে ভরে যায় ।


একালের কত রঙিন সিরিয়াল ফোনে দেখা যায়
কত ঢঙের নাচ গান শিশু মনকে মাতায় ।
কত ধরনের খেলো - গেম ফোনের মধ্যে আছে
খেলতে খেলতে ছেলেদের পড়াশুনা গেছে গাছে ,
আজকালের ছেলেদের ফোন হয়েছে খেলার মাঠ
সারাদিন গেম খেলছে শিকায় উঠেছে স্কুলপাঠ ,
ফোন হয়ে বয়স্ক ছেলেমেয়েদের বন্ধু বান্ধব বেড়েছে
ফোনে ফোনে দিনরাত তাদের যোগাযোগ চলেছে ,
যুবা মনে ফোনের প্রভাব কেমন ভাবে আছে
বিজ্ঞ সমাজ খোলামেলা বলবে সবার কাছে ।


বড় হয়ে জীবনে  পাবে অশেষ দুঃখ যন্ত্রণা ,
ফোন টিপবে প্রয়োজনে অপ্রয়োজনে না ।
বর্তমানে ফোন আমাদের গুরুত্বপূর্ন যন্ত্র
ফোন বিনা যোগাযোগের যন্ত্র নেই কোন স্বতন্ত্র ,
যুব শক্তি দুর্বল হচ্ছে ফোনের অপব্যবহারে
দিনরাত ফোন টিপছে সময় কাটছে ঘুরে ফিরে ,
যুব শক্তি দুর্বল হলে দেশের হবে কী দশা
পুকুরের ময়লা জলে মিটবে কী পিপাসা ?
ছয় থেকে বাইশ বছর হলো জীবন গড়ার সময়
ফোন টিপে গেম খেলে সময় নষ্ট হচ্ছে হেলায় ,


কচি কাচা মাঝারি সব ভাইবোনদের বলি
সময় ফেরাবে আছে কে এমন শক্তিশালী
ফোন না টিপে বাল্যকালে মন দিয়ে পড়ো
সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজে জীবন গড়ো  
বাল্যকালে মন দিয়ে শিক্ষা লাভ করিবে
তা না হলে যৌবনে অশেষ দুঃখ পাবে
ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক গবেষক যদি না থাকে ,
দেশ তখন যাবে অধঃ পতনের দিকে ,
পড়ার ফাঁকে ছাত্ররা খেলার মাঠে যাবে
ক্রিকেট ফুটবল আসন ব্যায়ামে শরীর গড়িবে ।


ব্যবসায়ী মহল রুখতে সরকারকে দিতে হবে কড়া নজর
কেন ফোন - কোম্পানী ফোনের মাঝে ঢুকাচ্ছে হজর বজর ,
যাতে দেশের যুব শক্তি বিপথ গামী না হয়
শেন দৃষ্টি সম সরকারের কড়া নজর যেন রয় ,
ছোট ছোট ভাইবোনদের বলি ' ফোন - ম্যান হইও না
তোমরাই দেশের ভবিষ্যৎ আলোরি কোনা ,
তোমরাই মানুষ _ আছে হুঁশ বেহুঁশ হইও না ,
বেহুঁশ হলে সব হারাবে কিছুই রবে না ।
মানব জনম শ্রেষ্ঠ জনম এ কথা ভুলো না ,
জনম সফল করো দেশ সেবার সাধনা ।


***** সমাপ্ত *******
১৩/০১/১/২০১৯