পূব আকাশে সূর্য্য হাসে,
রাঙা আভা উঠে ভেসে।
মৌমাছি উড়ে যায়,
পিপীলিকা দ্রুত ধায়।
ফুটে ওঠে কুসুম কলি,
গুনগুনিয়ে আসে অলি।
মৃদুমন্দ বায়ু বয়,
বিহঙ্গঁম ডেকে কয় -
‘উঠে পড় হয়েছে সময়,
আর নিদ্রার সময় নয়’।
শিশুদের ডেকে বলে-
‘পাঠশালায় যাও চলে’।
ডেকে বলে শ্রমিকদের-
‘সময় হয়েছে কাজের’।
বলে শিক্ষক শিক্ষিকাদের-
‘হেলা করো না কর্তব্যের’।
ডেকে বলে মায়েদের-
‘যত্ন লও গৃহ কর্মের’।
ডেকে বলে চাষী ভাইদের-
‘কর্মকর ক্ষেত খামারের’।
পাখির কাকলি শুনে,
জেগে ওঠে বিশ্ব জনে।
নর নারী শয্যা ত্যাজে,
মন দেয় নিজ নিজ কাজে।


প্রভাত বিধাতার অতিশুভক্ষন,
তাই এতো সুন্দর লাগে এ ভুবন।
তুমি নবীন সকল জীবের জাগরন,
তুমি সুন্দর ঘটাও জীবের কর্মোদ্যম।
সকল জীবের প্রভাতক্ষন,
সে হলো জনম লগন।
প্রভাত আনে সকাল দুপুর সন্ধ্যা,
জনম আনে শৈশব যুবা বৃদ্ধা।
প্রভাতে দিনের সূচনা হয়
সন্ধ্যায় শেষ,
প্রভাত বিধাতার অপূর্ব সৃষ্টি
সুন্দর পরিবেশ।


২৯/০৯/১৭
:ঃঃঃঃঃঃ সমাপ্ত ঃঃঃঃঃঃঃ