কত প্রেমিক এলো আর গেলো
তাঁদের প্রেমের নিকেশ ক'জনা রাখলো ?
প্রেম হলো পবিত্রতার বন্ধন
তার তুলনা নেই এ তিন ভূবন,
প্রেম হলো এমন বস্তুু দুনিয়া সংসারে
সারা জীবন ভেবে আমি পেলাম না তারে।


প্রেমিক ছিলো গৌতম বুদ্ধ গুরু নানক
শ্রী চৈতন্য কবি হলো প্রেমের জনক,
কলির জীব উদ্ধারিতে নদীয়াতে গৌর এলো
হরিনাম দিয়ে নিতাই ধরা ধাম ভাসালো,
প্রেম হলো এমন বস্তুু দুনিয়া সংসারে
সারা জীবন ভেবে আমি পেলাম না তারে।


মহম্মদ, যিশুখ্রীষ্ট এদের প্রেম ছিলো কী বলিষ্ঠ !
এঁদের প্রেমে ধরার মানুষ হলো এক নিষ্ঠ ।
কৃষ্ণ হলো জগৎ গুরু তাঁর দিয়ে সবই শুরু
গীতা প্রেম শ্রেষ্ঠ প্রেম ত্রি কালজয়ী মহা গুরু,
প্রেম হলো এমন বস্তুু দুনিয়া সংসারে
সারা জীবন ভেবে আমি পেলাম না তারে।


কলির শেষে রামকৃষ্ণ এলো অবশেষে
'যত্রজীব তত্রশীব; প্রচার হলো দেশে দেশে,
সেরা শিষ্য বিবেকানন্দ গুরু কে ধরে
জীবে প্রেম করে যেই সেবিছে ঈশ্বরে,
প্রেম হলো এমন বস্তুু দুনিয়া সংসারে
সারা জীবন ভেবে আমি পেলাম না তারে।


কবি গুরু মহাত্মাজী এরাই প্রেমের শীরোমনি
মাস্টার দা ,নেতাজী তুলেছিলো প্রেমের ধ্বনি,
ভারতবাসী বাজিয়ে বাঁসী তাঁদের গুন গায়
বিশ্ব বাসী অবাক চোখে ভারতে তাকায় !
প্রেম হলো এমন বস্তুু দুনিয়া সংসারে
সারা জীবন ভেবে আমি পেলাম না তারে।



রচনা - ০১/০১/২০১৯