ঘিনু ভরা রয়েছে মগজ ,
দেশ ভরা আছে কাগজ ।
ঘিনু শূন্য হলে মাথা ,
বুঝতে পারা যায় না কথা ।
কাগজ শূন্য হলে দেশ ,
চলবে না রাজ্য দেশ ।
সভ্যতার সৌজন্য বোধ ,
কাগজ লাগে সব কাজে ।
জমি কেনা বেচা হয় ,
স্ট্যাম্প কাগজে লেখতে হয় ,
খুচরা মাল বিক্রয় হয় ,
মাল ঠোঙায় ভর্তি রয় ।
লেখা পড়ার কাজে ,
দরকার হয় কাগজে ।
বই তৈরির সময় ,
কত কাগজ লাগে তায় ।
কোটে যাও ,
থাক থাক কাগজ দাও ।
অফিসে যাও ,
কাগজে আবেদন বানাও ।
বয়স্ক বৃদ্ধ লোক ,
খবরের কাগজে চোখ ।
অফিসার ,জজ ,
অবিরত কাগজের কাজ ।
বিদেশে যেতে হলে
যেওনা পাসপোর্ট ফেলে ।
ওষুধ কিনতে হলে ,
প্রেসক্রিপশন যেওনা ফেলে ।
চালাতে গেলে গাড়ি ,
লাইসেন্স রেখো বাড়ি ।
বাড়ি হবে অনুষ্ঠান ,
আগে ফর্দ্দ আন ।
পিওন এলে বাড়ি ,
ব্যাগে কাগজের গাড়ি ।
নকসা না হলে ,
জরিফ হবে না বলে ।
ভাড়ার টিকিট হলে ,
যান বাহন তখন চলে ।
কোম্পানি অফিস ঘরে ,
কাগজে হিসাব করে ।
গবেষক গবেষণাগারে ,
কত কাগজ নষ্ট করে ।
অবশেষে তারপরে ,
নতুন আবিষ্কার করে ।
ইঞ্জিনিয়ার ধরে ধরে ,
কত সুন্দর নক্সা করে ।
সরকারী অডিটরে ,
নিখুঁত হিসাব করে ।
অসদ হলে পরে ,
রাজ কষে ধ্বস ধরে ।
কাগজ যদি না থাকতো ,
অফিস আদালতের কী হতো ?
কাগজ যদি না হতো ,
শিক্ষার কাজ চলতো ?
কাগজ না হলে পরে ,
লেখাপড়া হবে কি করে ?
কাগজ যদি না হতো ,
দেশ দুনিয়া কী ভাবে চলতো ?
চীনে কাগজ আবিষ্কার ,
চীনকে জানাই নমস্কার ।
এতক্ষণ জানলাম গোড়া ,
পৃথিবীটা কাগজে মোড়া।


******সমাপ্ত*****
            ২৬/০৮/২০১৭